শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রতিবেশ প্রকল্পের ভেড়া বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল টাঙ্গুয়ার হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(২জানুয়ারি)ইউএসএইড'র অর্থায়নে,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ২৩টি পরিবারের মাঝে  এসব ভেড়া বিতরণ করা হয়েছে।

জানাযায় টাঙ্গুয়ার হাওর ভিত্তিক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ও দক্ষিণ এবং মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের মোট ৭৭৫ টি পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন সিএনআরএস প্রতিবেশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কোহেলিকা আরেং,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির,জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মহসীন রেজা প্রমুখ। 

এই বিভাগের আরো খবর